এবার কর্মী ছাঁটাইয়ের পথে ইয়াহু

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৫৪:০৪

এবার কর্মী ছাঁটাইয়ের পথে ইয়াহু

বিশ্বব্যাপী চলমান মন্দার মধ্যে প্রযুক্তিখাতে চলছে কর্মী ছাঁটাইয়ের হিড়িক। একের পর এক কর্মী ছাঁটাই করছে টেক জায়ান্টগুলো। এবার একই সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন ও ই-মেইল পরিষেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপন প্রযুক্তি বিভাগ পুনর্গঠন করতে ৮ হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ইয়াহু, যা কোম্পানিটির মোট কর্মীর ২০ শতাংশের বেশি।

ইয়াহু জানায়, এই ছাঁটাই প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ কোম্পানিটির প্রায় ৫০ শতাংশ কর্মীকে প্রভাবিত করবে। এছাড়া চলতি সপ্তাহে প্রায় এক হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানায় প্রতিষ্ঠানটি।

মূলত, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে অনেক বিজ্ঞাপনদাতা বিপণন বাজেট কমিয়ে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ইয়াহু।

এ বিষয়ে ইয়াহুর একজন মুখপাত্র জানান, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘমেয়াদে বিজ্ঞাপন ব্যবসা সহজ ও শক্তিশালী হবে। যা গ্রাহক ও অংশীদারদের কাছে ভালো সেবা সরবরাহ করতে সহায়তা করবে।

এদিকে ২০২১ সালে পাঁচ বিলিয়ন ডলারে ইয়াহু কিনে নেয় প্রাইভেট ইক্যুইটি ফার্ম অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট।

এর আগে, গত সপ্তাহে বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এ ছাড়াও
সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে গোল্ডম্যান স্যাকস, অ্যালফাবেট, মেটা, ইবে, জুম, মাইক্রোসফট, অ্যামাজন, গুগল ও ডিজনীসহ বহু কোম্পানি।


প্রজন্মনিউজ২৪/একে

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ