দ্বিতীয় দিনে বইমেলায় জমে উঠেছে শিশুপ্রহর

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৩৭:০২ || পরিবর্তিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৩৭:০২

দ্বিতীয় দিনে বইমেলায় জমে উঠেছে শিশুপ্রহর

বইমেলায় দ্বিতীয় শিশুপ্রহরে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই মেলা প্রাঙ্গণ ছিল শিশুদের দখলে। শিশুপ্রহরের মূল আয়োজন শুরু হয় বেলা সাড়ে ১১টায়। তার আগে সকাল থেকেই শিশুরা অভিভাবকদের সঙ্গে ভিড় জমায় মেলায়। বরাবরের মতো শিশুদের মূল আকর্ষণ সিসিমপুর। ইকরি, হালুম টুকটুকিদের দেখে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে শিশুরা। পাশাপাশি আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার।

সরেজমিনে দেখা যায়, শিশুতোষ বইয়ের স্টলগুলোতেও ভিড় জমায় শিশুরা। গল্প, ছড়া, সায়েন্সফিকশনসহ পছন্দের বই বেছে নিচ্ছে তারা। সিসিমপুরের দ্বিতীয় ও তৃতীয় আয়োজন থাকছে বিকেল সাড়ে ৩টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায়।

এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) প্রথম শিশুপ্রহরে মা-বাবার সঙ্গে এসেছিল শিশুরা। উৎসবমুখর পরিবেশে স্টলে স্টলে ঘুরে কিনেছে পছন্দের বই।

আরও পড়ুন: ধুম ৪ নিয়ে আমিরের জায়গায় শাহরুখ!

 

মূলত শিশুদের বইপড়ায় আগ্রহী বাড়াতেই মেলার একটি অংশকে ঘোষণা করা হয় শিশুপ্রহর হিসেবে। আর প্রতিবছর বইমেলায় শিশুদের প্রধান আকর্ষণ শিশুপ্রহর। এবার এর নামকরণ করা হয়েছে শেখ রাসেলের নামে।


প্রজন্মনিউজ২৪/এ কে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ