‘গ্যাসের চুলা আর ব্যবহার করিম নাই বাপু মোর খড়ির চুলায় ভালো’

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩৩:৪২

‘গ্যাসের চুলা আর ব্যবহার করিম নাই বাপু মোর খড়ির চুলায় ভালো’

আবুল কালাম আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি: সব ধরনের পন্যের মূল্য যখন বেড়ে দ্বিগুন তারেই মাথায় আবারও বাড়ল গ্যাসের দাম এ নিয়ে দিশেহারা হয়ে শানু বেগম বলেন, গ্যাসের চুলা আর ব্যবহার করিম নাই বাপু মোর খড়ির চুলায় ভালো।

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বাসিন্দা মোছাঃ শানু আক্তার বলেন,‘এইবার বেলে আরও দাম বাড়িছে বাপু এইভাবে কি আর মুই চলিবা পারিম গ্যাস তো কিনিবা পারিম নাই। অ্যালা মোর মাটির চুলাডা ঠিক করে ফেলাম। কিছু দিন আগত মুই একটি গ্যাসের সিলিন্ডার আনিনু ১২৪০ টাকা আর এই বার বাপু দাম চাহেচে ১৫৫০ টাকা এতো দাম বাড়িলে কিভাবে হুবে।’

গত এক বছরে গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ যাতে করে বিপদে পড়েছেন সীমিত আয়ের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ।


প্রজন্মনিউজ২৪/উমায়ের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ