ইসরায়েল নিয়ে মন্তব্য করাই বিপাকে মুসলিম কংগ্রেসওম্যান ইলহান

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:১৭:১৭

ইসরায়েল নিয়ে মন্তব্য করাই বিপাকে মুসলিম কংগ্রেসওম্যান ইলহান

অনলাইন ডেস্ক: মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে ফিলস্তিনে দমনপীড়নের জন্য ইসরায়েলের সমালোচনা ও তিরস্কার করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে সরিয়ে দেয়া হয়েছে। । মার্কিন কংগ্রেসে থাকা দুই মুসলিম নারী সদস্যের মধ্যে তিনি একজন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ইলহানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য ভোটাভোটি হয় মার্কিন কংগ্রেসে। এতে ২১৮ ভোটে পদ থেকে তাকে সরানোর প্রস্তাব পাস হয়।

ইলহান সোমালিয়া থেকে আসা প্রথম আমেরিকান-মুসলিম আইনপ্রণেতা। কংগ্রেস সদস্য হিসেবে ২০১৬ সালে নির্বাচিত হওয়া এই নারী এতদিন অভিবাসী ও শরণার্থী ইস্যু নিয়ে কাজ করছিলেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকানরা ইলহানকে সরানোর পক্ষে ২১৮ ভোট দিয়েছেন। বিপরীতে ডেমোক্র্যাটরা তার সমর্থনে ২০৯ ভোট নিয়ে ঐক্যবদ্ধ ছিলেন।

ইলহান বিভিন্ন সময় ইহুদি ও ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছেন বলে ভোটাভুটিতে যুক্তি তুলে ধরেন রিপাবলিকান আইনপ্রণেতারা।

ইলহানের অভিযোগ, ব্যক্তিগত পরিচয়ের জন্য রিপাবলিকান আইনপ্রণেতারা টার্গেট করেছেন তাকে। এই নারী বলেন, আপনি অভিবাসী হয়ে থাকলে, বিশ্বের অন্য কোনো এলাকা থেকে আসলে এতে আপনার গায়ের রং ভিন্ন হলে কিংবা মুসলিম হয়ে থাকলে আপনাকে সন্দেহ করবেন রিপাবলিকানরা।

তিনি আরও বলেন, এটা আশ্চর্যজনক নয় যে রিপাবলিকান সদস্যরা প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকেও একজন মুসলিম হিসেবে অভিযুক্ত করেছিলেন।

এদিকে ইলহানকে কমিটি থেকে সরানোর প্রক্রিয়াকে রিপাবলিকাদের রাজনৈতিক অবস্থান ও ‍যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি অপমান হিসেব উল্লেখ করেছে হোয়াইট হাউজ। আর হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জ্য-পিয়েরে জানিয়েছেন, ইলহান ইসরায়েল সম্পর্কিত তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।


প্রজন্মনিউজ২৪/এমএসআর

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

গুচ্ছ গ্রামের এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

ঢাবির চারুকলা ইউনিটে পাশের হার ১১.৭৫ শতাংশ

ঢাবির খ ইউনিটে পাশের হার ১০%

ড.ইউনুসকে নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য মানহানিকর : আইনজীবী

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনার বিচার চেয়েছে নতুনধারা

আজ শাকিব খানের জন্মদিন

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ