নোয়াখালীতে দৈনিক গণমুক্তি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:৫৬:০৫

নোয়াখালীতে দৈনিক গণমুক্তি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

নোয়াখালী প্রতিনিধিঃ দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যম জাতীয় পত্রিকা “দৈনিক গণমুক্তি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও কেক কাটা সহ জমকালো আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে দৈনিক গণমুক্তি’র নোয়াখালী ব্যুরো প্রধান গাজী রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।

বিশেষ অতিথি হিবেবে ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: আবুল কাশেম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন শাহ আলম। এসময় আরো বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর এর নোয়াখালী প্রতিনিধি মনিরুজ্জামান, দৈনিক সোনালী জমিন’র সম্পাদক শাহ এমরান মো: সুজন, দৈনিক যায়যায়দিন ও ইন্ডিপেন্ডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, দৈনিক রূপান্তর’র জেলা প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, ইউএনবি’র প্রতিনিধি মেসবাহ উল হক মিঠু, এসএ টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রহিম, সময় টিভি’র প্রতিনিধি সাইফুল্ল্যাহ কামরুল, চলতিধারা’র সম্পাদক এমবি আলম, দৈনিক শেয়ারবীজ’র প্রতিনিধি জসিম উদ্দিন আকাশ, কালের কন্ঠ’র প্রতিনিধি সামছুল হাসান মিরন, প্রথম আলো’র প্রতিনিধি মাহবুবুর রহমান, বিটিভি’র প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, নিউজ২৪ টিভি ও বাংলাদেশ প্রতিদিন’র প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, চ্যানেল আই’র প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, গ্লোবাল টিভি’র প্রতিনিধি সাইফুর রহমান রাসেল, বঙ্গজননী’র প্রতিনিধি শিহাব উদ্দিন টিপু, ডিবিসি টিভি’র প্রতিনিধি আবুল হাসনাত, ভোরের কাগজ’র প্রতিনিধি মো. সোহেল, দেশকাল’র প্রতিনিধি বিধান ভৌমিক, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, এশিয়া বাণী’র প্রতিনিধি আব্দুল মোতালেব, প্রভাতীর খবর’র প্রতিনিধি হোসাইন উদ্দিন, বর্তমান’র প্রতিনিধি নুর রহমান, সত্যের আলো’র প্রতিনিধি একেএম শাহজাহান, ডেইলী পোষ্ট’র প্রতিনিধি শাহাদাত হোসেন, আমাদের বাংলা’র প্রতিনিধি শরীফ আহমেদ, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ফয়সাল মাহমুদ প্রমূখ।

এছাড়াও চ্যানেল২৪ এর প্রতিনিধি সুমন ভৌমিক, মাছরাঙ্গা টিভি’র প্রতিনিধি মিজানুর রহমান, ভোরের সময়’র প্রতিনিধি মোসলেহ উদ্দিন, ভোরের দর্পণ’র প্রতিনিধি দিদারুল আলম, জাতীয় অর্থনীতি’র প্রতিনিধি গোলাম মোস্তফা বুলবুল, এনকে টিভি’র সালাউদ্দিন সুমন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি রুমানা ইসলাম এবং দৈনিক গণমুক্তি’র কোম্পানীগঞ্জ প্রতিনিধি এমাম হোসেন সহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

দৈনিক গনমুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক গনমুক্তি একটি বহুল প্রচারিত অনেক পুরনো ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম। পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এবং জাতি গঠনে ভূমিকা পালন করে আসছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতির স্বার্থ রক্ষায় এ পত্রিকার সাংবাদিকদের লেখনি শক্তির মাধ্যমে অনেক বেশি ভূমিকা রাখবে। গণমুক্তির এই ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে প্রধান অতিথির কেক কাটা এবং মিষ্টি বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


প্রজন্মনিউজ২৪/এ কে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ