প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৬:১৮
মাঠে সময়টা এমনিতেই ভালো কাটছে না পিএসজির। এর মাঝে আবার দলটিতে আঘাত হেনেছে চোট। পেশির সমস্যায় পিএসজির পরবর্তী ম্যাচে হয়তো খেলতে পারবেন না নেইমার।
ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দেওয়া বিবৃতিতে পিএসজি জানায়, পেশির চোটে ভুগছেন নেইমার এবং এজন্য এদিনের অনুশীলন থেকে বিরত থাকবেন এই ব্রাজিলিয়ান। শঙ্কা সত্যি হলে লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে খেলবেন না এই তারকা ফরোয়ার্ড।
নতুন বছরে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া পিএসজি লিগে গত চার রাউন্ডের মাত্র একটিতে জিতেছে। সবশেষ দুই রাউন্ডে রেনের মাঠে হারের পর নিজেদের আঙিনায় রাঁসের সঙ্গে ড্র করে তারা। ছন্দে ফেরার লড়াইয়ে নেইমারকে হারানো দলটির জন্য হতে পারে বড় ধাক্কা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি করিয়েছেন তিনি।
প্রজন্মনিউজ২৪/এ কে
শ্রীনগরে ৩৭টি ভূমিহীন পরিবার পেল জমিসহ ঘর
নোবিপ্রবির নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ইকবাল হোসেন
মাঠে নামার আগেই ইংলিশ শিবিরে দুঃসংবাদ
মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
ঝালকাঠিতে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়ায় শোভাযাত্রা ও প্রেসব্রিফিং
জবিতে " স্বাধীনতার ৫২ বছর;গণমাধ্যমের ভূমিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পবিপ্রবি'র সিএসই অনুষদের নতুন ডিন নিয়োগ