প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৩ ১১:৫৩:৩৩ || পরিবর্তিত: ৩১ জানুয়ারী, ২০২৩ ১১:৫৩:৩৩
নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন (বিসিক) এর আয়োজনে গত (২০-৩০ জানুয়ারি) ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী ৩০ জানুয়ারি (সোমবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন। লক্ষ্মীপুর বিসিক এর উপব্যবস্থাপক মো: মাকছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল রানা, চেম্বার অব কমার্স জেলা শাখার সভাপতি এম আর মাসুদ,সহকারী কমিশনার (ভূমি) তোহিদুর রহমান, অমিত কুমার বিশ্বাস , জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার, উদ্যোক্তা জান্নাতুল নাঈম প্রমুখ। পরে অতিথিবৃন্দ ১০ দিনব্যাপী মেলার সেরা ৩ টি ষ্টলসহ অন্যান্য উদ্যোক্তাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
আয়োজকরা জানান কুটির মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার, বিক্রয় সম্প্রসারণে সহায়তা, মেলার মাধ্যমে নতুন উদ্যেক্তা সৃষ্টিতে সহায়তা, উদ্যোক্তা ও ক্রেতার মধ্যে পারষ্পারিক যোগাযোগ ও সংযোগ বৃদ্ধিতে সহায়তা এবং উদ্যেক্তাদের উৎপাদিত পণ্যের মান উন্নয়নে সৃজনশীল মতামত প্রাপ্তির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। ১০ দিনে মেলায় ৮ লাখ ৩৭ হাজার পণ্য বিক্রি হয়েছে।
প্রজন্মনিউজ২৪/এ কে
বাবুরহাট কাপড়ের বাজার বেড়েছে কাপড়ের দাম কমেছে বেচাকেনা
কোটালীপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কাশিয়ানীর মাজড়া প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত
ফুলেল শ্রদ্ধায় স্বাধীনতার বীর শহীদদের স্বরণ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
শরীয়তপুরের নড়িয়ায় বজ্রপাতে নিহত তিন
স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: ফখরুল
‘আমাদের বইবাড়ি’ নামক গ্রন্থাগারের উদ্বোধন
রংপুর টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত