ড্রোন হামলা করে পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না:ইরান

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৩ ১২:৩১:২৭

ড্রোন হামলা করে পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না:ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল এই হামলা চালিয়েছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা যাবে না। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।  শত্রুদের স্পষ্ট হুঁশিয়ারিও দেন তিনি।

আমির আবদুল্লাহিয়ান বলেন, কাপুরুষের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। অবশ্য মুহুর্তেই নাশকতার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। শত্রুদের আবারও বলছি, এসব হুমকি পরমাণু কর্মসূচিতে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না। বরং ইরানি বিজ্ঞানীরা অর্জন করবেন কাঙ্ক্ষিত লক্ষ্য। তিনি জানান, যেকোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রেখেছে নিরাপত্তা বাহিনী। শত্রুদের কঠিন জবাব দেওয়া হবে। সূত্র: আল জাজিরা


প্রজন্মনিউজ২৪/এ কে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ