প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৩ ০৪:০২:৩৫
ফর্মটা মোটেই মন্দ নয় বার্সেলোনার। টানা ৮ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। সবশেষ ম্যাচে জিরোনাকে ১-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে তারা। এরইমধ্যে বড় ধাক্কা খেল কাতালান ক্লাবটি। ইনজুরিতে পড়েছেন দলটির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
জিরোনার বিপক্ষে ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন দেম্বেলে। প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ধারনা করা হচ্ছে, ইনজুরির কারণে আগামী তিন সপ্তাহ মাঠে ফিরতে পারবেন না তিনি। যার কারণে দেম্বেলে মিস করতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগের প্রথম লেগের ম্যাচটি।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের দাবি একেবারেই অযৌক্তিক : শিক্ষামন্ত্রী
ইউনাইটেডের বিপক্ষে বার্সার প্লে-অফ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ইউরোপা লিগের শেষ ষোলোয় জায়গা করে নিতে বার্সার জন্য এ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুদলের পরের লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় সংকট,সংখ্যা বাড়লেও বাড়ছেনা মান
প্রসঙ্গত, চোটপ্রবণ দেম্বেলে দীর্ঘদিন ধরে সুস্থ ছিলেন। কাতার বিশ্বকাপের পর থেকে দুর্দান্ত ফর্মও ছিল তার। কিন্তু এখন কপাল পুড়তে পারে তার। ইনজুরি থেকে ফিরে আগের মতো ছন্দ খুঁজে পান কি না, সেটা যথেষ্ট ভাবার বিষয়। চলতি মৌসুমে বার্সার জার্সিতে ২৮ ম্যাচে ৮ গোল করেছেন ফরাসি তারকা।
প্রজন্মনিউজ২৪/এ কে
এত পানির মাঝেও ‘পানির কষ্ট মানুষের’
একই স্কুলে ভিন্ন শ্রেণীতে পড়ছে ১০ জোড়া যমজ ভাই-বোন
ব্যাংকিং খাতে বড় অঙ্কের ঋণে ঝুঁকি বাড়ছে
মোবাইলে লুডু জুয়া: ৭ জুয়াডি গ্রেফতার
নোয়াখালীতে লাখ টাকাসহ ২ ডাকাত গ্রেফতার
পাকিস্তান: আদালতে জামিন পেয়েও গ্রেপ্তার ইমরানের ভাতিজা
বিশ্ববাজারে সোনার দাম বাড়াছে কেন
মাঠে নামার আগেই ইংলিশ শিবিরে দুঃসংবাদ