প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৩ ০৩:৫৪:৪৬ || পরিবর্তিত: ২৯ জানুয়ারী, ২০২৩ ০৩:৫৪:৪৬
অনলাইন ডেস্ক: সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক দুটি দুমড়েমুচড়ে গিয়ে একপর্যায়ে সেখানে আগুনের সূত্রপাত হয়। আজ রোববার সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় এঘটনা ঘটে।
সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একটি ট্রাকের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। চালকের নিহত সহকারীর নাম সবুজ আহমদ (২০)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। দুর্ঘটনার পর থেকে দুই ট্রাকের চালকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন: রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া মালবাহী ট্রাক ও ফেঞ্চুগঞ্জের দিক থেকে সিলেটগামী বালুবোঝাই ট্রাক সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাক দুমড়েমুচড়ে গিয়ে একপর্যায়ে সেখানে আগুনের সূত্রপাত হয়। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালকের সহকারী সবুজ আহমদের মৃত্যু হয়।
খবর পেয়ে সিলেটের মোগলাবাজার থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলে নিহত তরুণের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাক দুটি সড়ক থেকে সড়িয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত তরুণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রজন্মনিউজ২৪/এমএসআর
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
শরীয়তপুরের নড়িয়ায় বজ্রপাতে নিহত তিন
স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: ফখরুল
‘আমাদের বইবাড়ি’ নামক গ্রন্থাগারের উদ্বোধন
ইন্দুরকানীতে কৃষকের জমি দখলের অভিযোগ
‘দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে’ বাংলাদেশ : ব্লিংকেন
স্বাধীনতা দিবসে সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগের দুই গ্রুপ