প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৩ ১১:৫৪:২২
নিউজ ডেস্ক: প্রিন্সেস ডায়ানার বেগুনি রঙের রাজকীয় একটি গাউন নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যেটির মূল্য ৬০ কোটি টাকার বেশি। প্রত্যাশা ও পূর্বানুমানের চেয়ে পাঁচ গুণ বেশি মূল্যে বিক্রি হয়েছে ডায়ানার গাউনটি।
সোথেবি নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই নিলামের আয়োজন করে। ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন তিনি। শেষবার ভ্যানিটি ফেয়ারের ফটোশ্যুটেও তাকে এ গাউনে দেখা যায়। এ মূল্যবান পোশাকটি এবার দ্বিতীয় দফা নিলামে উঠেছিল।
ফ্যাশন আইকন হিসেবে ডায়ানার পোশাকগুলোর পরিচিতি বিশ্বজুড়ে। মৃত্যুর আগে ৮০টি পোশাক নিলামে তোলেন ডায়ানা। শুক্রবারের ওই নিলামে আরও কিছু উল্লেখযোগ্য আইটেম বিক্রি হয়েছে। এর মধ্যে আছে ১৯৬২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনে অংশ নেওয়ার একটি টিকেট। ওই অনুষ্ঠানে ছিলেন ম্যারিলিন মনরো। এ ছাড়া ২০১৩ সালের এনবিএ ফাইনালে লেব্রন জেমসের মিয়ামি হিটের একটি জার্সিও বিক্রি হয়েছে নিলামে। সূত্র : ফোর্বস
প্রজন্মনিউজ২৪/উমায়ের
রমজানে গরিবের জন্য মুরুগ- গরুর মাংস নয়
নোয়াখালীতে বলৎকারের অভিযোগে ১০জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
ইউরোপীয় ব্র্যান্ড এসিসির এসি বাজারে আনল ওয়ালটন
নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শাকিবের অস্ট্রেলিয়া-কাণ্ডে যা বললেন ভুক্তভোগী নারী
উত্তপ্ত ফ্রান্স : ম্যাক্রোঁর বিরুদ্ধে রাস্তায় লাখ লাখ বিক্ষোভকারী