প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৩ ১১:৫২:৫৩
অনলাইন ডেস্কঃ রাজশাহী মহানগরীজুড়ে বইছে সাজ সাজ রব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পাঁচ বছর পর যাচ্ছেন রাজশাহীতে। রবিবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা বাস থেকে নেমে মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন। এরই মধ্যে সরগরম জনসভাস্থলের আশপাশের এলাকা।
বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চান আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়। সকাল থেকেই মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে প্রবেশের মূল গেটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা যায়। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতা কর্মীরা মাঠে আসতে শুরু করেছে। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দেবেন। সকাল ১১টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠবেন।
প্রজন্মনিউজ২৪/এ কে
গণভবনে ইফতার আয়োজন করবেন না প্রধানমন্ত্রী
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেলো ১২৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার
শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে উন্নয়ন তুলে ধরুন: জাহাঙ্গীর আলম
শ্রীনগরে ৩৭টি ভূমিহীন পরিবার পেল জমিসহ ঘর
আজ থেকে রাজনগর গৃহহীন ও ভূমিহীন মুক্ত
সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৩৪৪ পরিবার
রাজনগরে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হচ্ছে কাল
২২ মার্চ ভূমি-গৃহহীনমুক্ত হচ্ছে ইন্দুরকানী