প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৩ ০১:৩৩:১৬
অনলাইন ডেস্কঃ গত বছর (২০২২) বাংলাদেশ রেলওয়ের ইন্টারসিটি (আন্তঃনগর), মেইল ও এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে ৮৮ দশমিক ৬৭ শতাংশ ট্রেন সময় অনুযায়ী চলেছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ রেলওয়ের দেওয়া তথ্য বলছে, ২০২২ সালে ৮৭ দশমিক ৮৮ শতাংশ আন্তঃনগর ট্রেন যথাসময়ে ছেড়েছে। মেইল ও এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়েছে ৮৩ দশমিক ৪৬ শতাংশ। এছাড়াও ৯৪ দশমিক ৬৮ শতাংশ লোকাল ট্রেন যথাসময়ে ছেড়েছে।
একই বছরে বাংলাদেশ রেলওয়ের পূর্ব জোনের ৯২ দশমিক ৪২ শতাংশ আন্তঃনগর ট্রেন যথাসময়ে ছেড়েছে। যথাসময়ে মেইল ও এক্সপ্রেস ট্রেন ছেড়েছে ৮৪ শতাংশ। এছাড়াও ৯৫ দশমিক ২৫ শতাংশ লোকাল ট্রেন যথাসময়ে চলাচল করে।
অপরদিকে, ২০২২ সালে রেলওয়ের পশ্চিম জোনের ৮৩ দশমিক ৩৪ শতাংশ আন্তঃনগর ট্রেন যথাসময়ে স্টেশন ছাড়ে। এছাড়াও ৮২ দশমিক ৯২ শতাংশ মেইল ও এক্সপ্রেস ট্রেন এবং ৯৪ দশমিক ১ শতাংশ লোকাল ট্রেন যথাসময়ে চলাচল করেছে।
প্রজন্মনিউজ২৪/এ কে
স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: ফখরুল
ইন্দুরকানীতে কৃষকের জমি দখলের অভিযোগ
‘দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে’ বাংলাদেশ : ব্লিংকেন
গুলিস্তানে বিস্ফোরণ: নিহতের কাতারে আরো একজন
সাভারে পবিত্র রমজান মাস উপলক্ষে মুনাফাবিহীন বাজার উদ্বোধন
সাভার থানায় পক্ষাঘাতগ্রস্তরা পাবেন হুইল চেয়ার সেবা