প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৩ ০১:০৩:১৩
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার(২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে নৈকাঠি (পালবাড়ি) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন, রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে মো. আলি হায়দার মহারাজ (৫৩) ও আংগারিয়া এলাকার মৃত নাজেম আলী তালুকদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার হোসেন শাহিন (৫৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বসুন্ধারা গ্রুপের গ্যাসের সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যান (খুলনা মেট্রো উ-১১-০১৪৫.) পিরোজপুর থেকে ছেড়ে এসে বরিশালের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক রাজাপুর থেকে একটি মোটরসাইকেলে দুই আরোহী পিরোজপুর যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রজন্মনিউজ২৪/উমায়ের
ঝালকাঠিতে বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২ আহত ১৫
সামান্য বৃষ্টি হলেই রৌমারী ঢোকার রাস্তা যেনো মরন ফাদে পরিনত হয়
সামান্য বৃষ্টি হলেই রৌমারী ঢোকার রাস্তা যেনো মরন ফাদে পরিনত হয়
উত্তপ্ত ফ্রান্স : ম্যাক্রোঁর বিরুদ্ধে রাস্তায় লাখ লাখ বিক্ষোভকারী
শিবপুরে এক কৃষকের পাঁচ গরু চুরি
ঝালকাঠিতে ঘুষে হুঁশ নেই ভূমি কর্মকর্তার
ঝালকাঠিতে ৬টি দোকান আগুনে পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি
শরীয়তপুরে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক
ঝালকাঠিতে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়ায় শোভাযাত্রা ও প্রেসব্রিফিং