দুই মাসে শীতজনিত রোগে মৃত্যু ৯৫

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৩ ১২:১৪:৫২

দুই মাসে শীতজনিত রোগে মৃত্যু ৯৫

অনলাইন ডেস্কঃ সারাদেশে গত দুই মাসে শীতজনিত রোগে ৯৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৫৭৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮২১ জন। এসময়ে এই রোগে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে।  

অন্যদিকে গত একদিনে সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ নিয়ে গত বছরের ১৪ নভেম্বর থেকে ২০২৩ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। একই সময়ে এই রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।


প্রজন্মনিউজ২৪/এ কে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ