প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৩ ১১:১৩:০৯
বিনোদন ডেস্কঃ ভারতীয় টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। শর্ট আর ক্রিয়েটিভ ড্রেস পরে নেটদুনিয়ায় প্রায়ই ঝড় তোলেন। তবে এবার নেটদুনিয়ায় ঝড় তুলেছেন ব্যক্তিগত জীবনের বিস্মৃতি প্রকাশের মধ্য দিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এ মডেল, অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন; বাড়িতেই প্রথম হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। পরিবারে প্রায় দু বছর ধরে মানসিক অত্যাচার চালিয়েছেন তার বাবা। তাই মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি।
উরফির ভাষায়, ‘আমি কখনও আমার পরিবাররে সমর্থন পাইনি। বারবার অত্যাচারিত হয়েছি। আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না।
আরও পড়ুন: সানিয়া মির্জার অশ্রুসিক্ত বিদায়ে যা বললেন শোয়েব মালিক
উরফি আরও বলেন, একটা সময় বাবার কাছে মানসিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতেই বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।’
তবে জীবনে সে খারাপ সময়গুলো পার করে এখন অন্যায়ের প্রতিবাদ করতে প্রায়ই দেখা যায় উরফিকে। ব্যক্তিস্বাধীনতাকে মূল্য দিতে প্রায়ই প্রতিবাদ করতে দেখা যায় তাকে। বিতর্কে দমে না গিয়ে বরং যৌন হেনস্তা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন উরফি।
আত্মীয়দের কাছ থেকে পেয়েছেন ‘পর্ন স্টার’-এর তকমা। তারপরও দমে যাননি এ স্টার। সেসবে কান না দিয়ে মা আর বোনদের নিয়ে মুম্বাইয়ে ঘর পেতেছেন। বিগ বসের মতো জনপ্রিয় রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন ছকভাঙা এ বলি অভিনেত্রী।
প্রজন্মনিউজ২৪/এ কে
নোয়াখালীতে বলৎকারের অভিযোগে ১০জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
বিরোধী দলকে এক হাত নিলেন এরদোগান
বড় অংকের টাকা আনা-নেওয়ায় ৯৯৯ নম্বরে কলের পরামর্শ পুলিশের
নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বিএনপিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই : কাদের
শাকিবের অস্ট্রেলিয়া-কাণ্ডে যা বললেন ভুক্তভোগী নারী
উত্তপ্ত ফ্রান্স : ম্যাক্রোঁর বিরুদ্ধে রাস্তায় লাখ লাখ বিক্ষোভকারী