রাজনগরে আওয়ামিলীগের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৩ ১০:১৩:৫৯

রাজনগরে আওয়ামিলীগের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মৌলবাজার প্রতিনিধ: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নবগঠিত উপজেলা আওয়ামিলীগের পরিচিত সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারী) বিকেলে  উপজেলার রাজনগর বালাগঞ্জ রোডে এ সভার আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের স্বাক্ষরিত রাজনগর উপজেলা আওয়ামিলীগের  কমিটি ১৩ ডিসেম্বর প্রকাশ করা হয়।

নেছার আহমদ এমপি বক্তব্যে বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনে রাজনগরের উপজেলার মানুষ বঙ্গবন্ধুকে এখানকার আসন উপহার দিয়েছিল। রাজনগরের নৌকায় বিপুল ভোট দিয়ে বারবার প্রমাণ করেছে এই মৌলভীবাজার-রাজনগর আসন শেখ হাসিনার দূর্গ। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মিছবাহুর রহমান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান আনছারী মনাই ও সাংগঠনিক সম্পাদক নজমুল সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বশারত আলী, ফরজান আহমদ, আতাউর চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির, সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,কৃষকলীগসহ দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় সিলেট বিভাগের খ্যাতিমান সংগীত শিল্পী শিল্পী রাণী, টিকটক স্টার তসিবা সহো বিভিন্ন গায়কের  পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।


প্রচন্মুনিউজ২৪/এ আর 

এ সম্পর্কিত খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

বোরহানউদ্দিনে পুলিশের পানি ও খাবার স্যালাইন বিতরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ