প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৩ ০৪:৩০:০৭ || পরিবর্তিত: ২৭ জানুয়ারী, ২০২৩ ০৪:৩০:০৭
অনলাইন ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে অনুকুল গাইন (৪২) নামে এক জেলে আহত হয়েছেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস ছিঁড়ে নিয়েছে বাঘ।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে কাঁকড়া শিকারে গিয়ে এ ঘটনা ঘটে। অনুকুল গাইন উপজেলার আমুরবুনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে।
জানা গেছে, পূর্ব-সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় কাঁকড়া ধরার সময় অনুকুল গাইনের ওপর আক্রমণ করে বাঘ। এ সময় তার সাথে থাকা একই গ্রামের মাহবুব শেখের ডাক-চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করেন। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন: ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণের চেষ্টা,ইউপি সদস্য গ্রেপ্তার
জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, বাঘের আক্রমণে আহত অনুকুল গাইনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন জানান, বাঘ অনুকুলের শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস ছিঁড়ে নিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪/এমএসআর
গুলিস্তানে বিস্ফোরণ: নিহতের কাতারে আরো একজন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় সাধারণ মানুষ
রমজানে গরিবের জন্য মুরুগ- গরুর মাংস নয়
মায়ের হাতের ইফতারির জন্য এখন আর কে অপেক্ষা করে!
ক্যান্সারের বিভীষিকায় স্বপ্ন পূরণ হলোনা জাবিরের
দাম কমাতে মুরগি আমদানির সুপারিশ করবে এফবিসিসিআই
খালি পেটে রসুন ও মধু খেলে কী হয়?
হরিণাকুন্ডুতে স্কুল শিক্ষার্থীকে ফুটন্ত পানিতে ঝলসে দিলো ভণ্ড কবিরাজ!