প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৩ ০৪:০৭:১৮
মির্জাগঞ্জ সংবাদদাতা: পটুয়াখালীর মির্জাগঞ্জে মৃত্যুদণ্ড প্রাপ্ত ও সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা (৩য় খন্ড) গ্রামের নুর ইসলাম মুন্সির ছেলে রাজু মুন্সি (৪২) ও একই ইউনিয়নের চৈতা গ্রামের আরব আলী শিকদারের ছেলে বজলুর রহমান (৬০)। এদের মধ্যে রাজু মুন্সি ২০১৩ সালে ঢাকা রামপুরা থানায় দায়েরকৃত দৈনিক ইত্তেফাক এর ফটো সাংবাদিক আফতাব হোসেন হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী। যার মামলা নং- ৩৩(১২)১৩।
অপর আসামি বজলুর রহমান ২০২০ সালে বরিশাল কোর্টে দায়েরকৃত অর্থ আত্মসাতের মামলায় ৭ মাসের সাজাপ্রাপ্ত আসামি। যার মামলা নং- শীআর-১২১/২০।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি রাজুকে গত বুধবার (২৫ জানুয়ারি) পুলিশের এন্ট্রি টেরোরিজম ইউনিট অভিযান চালিয়ে দিনাজপুর থেকে গ্রেপ্তার করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করেন এবং ৭ মাসের সাজাপ্রাপ্ত আসামি বজলুর রহমানকে গতকাল (২৬ জানুয়ারি) রাতে ঢাকার দক্ষিণ থেকে মির্জাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
প্রজন্মনিউজ২৪/এ কে
স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: ফখরুল
ইন্দুরকানীতে কৃষকের জমি দখলের অভিযোগ
স্বাধীনতা দিবসে সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগের দুই গ্রুপ
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের হারের কারন
মির্জাগঞ্জে মুক্তিযোদ্ধা আলতাফ শিকদারের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
সোনাইমুড়ীতে যাত্রী বেশে ছিনতাই, পাইপগানসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন