প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৩ ০৩:০২:৫৯
অনলাইন ডেস্ক: ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মানে ধস নেমেছে। বৃহস্পতিবার দেশটিতে প্রতি ডলার ২৫৫ রুপিতে বিক্রি হচ্ছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৪ রুপি বেশি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে ডলারের বিনিময় হারে নিয়ন্ত্রণ উঠিয়ে নিয়েছে পাকিস্তান সরকার। এতে পাকিস্তানের মুদ্রার মানে ধস নামে।
আরো পড়ুন: মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শুক্রবার প্রেসিডেন্সিতে
দেশটির বর্তমান সরকার পাকিস্তানের অর্থনীতি বাঁচাতে গত বছর আইএমএফের কাছে ৬৫০ কোটি ডলারের জরুরি ঋণ সহায়তার আবেদন করেছিল। ওই আবেদন পর্যালোচনা শেষে দেশটিকে ১১০ কোটি ডলার ঋণ দেয়ার কথা থাকলেও এখনও আন্তর্জাতিক মুদ্রা তহবিল সেই অর্থ ছাড়েনি।এই অর্থ ছাড়াও পুরো ঋণ সহায়তা পেতে দেশটির সরকারকে কিছু শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
পাকিস্তানের বর্তমান রিজার্ভ ৬০০ কোটি ডলারের কম, যা গত আট বছরে সর্বনিম্ন। এ ছাড়া দেশটিতে গত বছরের ভয়াবহ বন্যার পর মূল্যস্ফীতিও ব্যাপক বেড়েছে। বন্যায় দেশটিতে ৩০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।
ভয়াবহ অর্থ সংকটে থাকা দেশটিতে গত দুইদিন আগে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেওয়ার কারণে পুরো দেশ অন্ধকারে ডুবে যায়।সূত্র:এনডিবি
প্রজন্মনিউজ২৪/এমএসআর
কাশিয়ানীর মাজড়া প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত
ফুলেল শ্রদ্ধায় স্বাধীনতার বীর শহীদদের স্বরণ
স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: ফখরুল
‘আমাদের বইবাড়ি’ নামক গ্রন্থাগারের উদ্বোধন
গণহত্যা নিয়ে পাকিস্তানের ভাবধারায় কথা বলছে বিএনপি
নোয়াখালীতে মহান স্বাধীনতা দিবসে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ