সমরযানের পর এবার যুদ্ব বিমান চাইলেন জেলেনস্কি  

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৩ ১১:৪৬:৪৯

সমরযানের পর এবার যুদ্ব বিমান চাইলেন জেলেনস্কি  

নিজস্ব প্রতিবেদক: নেটোর কাছে যুদ্ব বিমান এবং দুর পাল্লার ক্ষেপনাস্ত্র চাইলেন ভোলদিমির জেলনস্কি।শীত কমলে রাশিয়ার আক্রমন আরো আগ্রাসী হতে পারে বলে মনে করেন বিশ্লেষকগন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউরোপের দেশগুলো আমাদের মিত্র দেশ ইউক্রেনের পাশে দাড়ানোর জন্য আমরা তাদের কে ধন্যবাদ জানাই।

জোবাইডেন আরো বলেন, আমারা ইউক্রেনকে ৩১টি এম আব্রামস যুদ্ব বিমান দিব তা নাহলে ইউক্রেনের অবস্তা আরো খারাপ হতে পারে।


প্রজন্মনিউজ২৪/এ আর       

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ