সকল দাবির পর এবার যৌথ ঘোষনা পত্র আসছে, বিএনপি 

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৩ ১১:২০:৪৭

সকল দাবির পর এবার যৌথ ঘোষনা পত্র আসছে, বিএনপি 

অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে গণতন্ত্র মঞ্চের (জেএসডি, নাগরিক ঐক্যে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন) নেতারা।

যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে একটা যৌথ ঘোষণাপত্র তৈরি করছি। বিএনপির রাষ্ট্র মেরামতের প্রস্তাব ও সরকার পতনের ১০ দফা এবং গণতন্ত্র মঞ্চের দফাগুলোর সমন্বয়েই এটি করা হবে বলে জানান ইকবাল হাসান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। 

গত ১৫ নভেম্ভর দাবি, দফা এবং রাষ্ট্র মেরামতের প্রস্তাব তুলে ধরার পর বিএনপি এবং সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ এবার একটি যৌথ ঘোষণাপত্র তৈরি করছে। বিএনপি এবং মঞ্চের একাধিক নেতা জানিয়েছেন, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে দাবি দফা এবং রাষ্ট্র মেরামত বা সংস্কারের ব্যাপারে রাজনৈতিক কর্মসূচি যা দেওয়া হয়েছে, তাতে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের প্রস্তাবে কিছু পার্থক্য আছে। এখন সেই পার্থক্য দূর করে সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচিভিত্তিক ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে এবং এটিই হবে তাদের যুগপৎ আন্দোলনের ভিত্তি। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এ ঘোষণাপত্র চূড়ান্ত করার চেষ্টা রয়েছে।

যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে একটা যৌথ ঘোষণাপত্র তৈরি করছি। বিএনপির রাষ্ট্র মেরামতের প্রস্তাব ও সরকার পতনের ১০ দফা এবং গণতন্ত্র মঞ্চের দফাগুলোর সমন্বয়েই এটি করা হবে বলে জানান ইকবাল হাসান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

সবগুলো মিলিয়ে একটা সুনির্দিষ্ট দফা দাঁড় করানো হচ্ছে। তিনি বলেন, আন্দোলন সফল হওয়ার পর তৈরি হওয়া সরকারের জন্য রাষ্ট্র সংস্কার বা মেরামতের রাজনৈতিক কর্মসূচিও এ ঘোষণাপত্র থাকবে।


প্রজন্মনিউজ২৪/এ আর 

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ