প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৩ ১১:০৬:৪৪
অনলাইন ডেস্ক: সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসরের হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভই ছিলেন রোনালদোছবি: এএফপি
এলাম, দেখলাম আর জয় করলাম-সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা যে এমন কাটবে না, আল নাসরের হয়ে তাঁর প্রথম দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ যেন সেই বার্তাই দিল।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন গত বছরের ডিসেম্বরে। ক্লাবটির হয়ে প্রথম তিনি মাঠে নেমেছেন পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে। রোনালদোর দল সেই ম্যাচে ৫-৪ ব্যবধানে হেরে গেলেও তিনি করেছিলেন জোড়া গোল।
রোনালদোকে কড়া পাহারায় রেখেছেন আল–ইত্তিহাদের ডিফেন্ডাররাছবি: এএফপি কিন্তু সৌদি আরবের প্রতিযোগিতামূলক ফুটবলে শুরুটা রোনালদোর ভালো হয়েছে বলা যাবে না। সৌদি প্রো লিগে।
আল-ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশটির প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক রোনালদোর। সেই ম্যাচে আল নাসরকে নেতৃত্ব দেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক উইঙ্গার। ম্যাচটি তাঁর দল জিতলেও গোল পাননি রোনালদো। আর কাল তো সৌদি সুপার কাপের ম্যাচে হেরেই গেছে তাঁর দল।
আরও পড়ুন : পিএসজি চাইলেও চুক্তি নবায়নে মেসির অনীহা
আল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভই ছিলেন রোনালদো। আল নাসরের অধিনায়ক রোনালদো পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু খুব বেশি গোলের সুযোগ তিনি তৈরি করতে পারেননি। প্রথমার্ধে সহজ একটি সুযোগ পেলেও সেটা থেকে গোল করতে পারেননি রোনালদো। এই হারে সৌদি সুপার লিগের সেমিফাইনাল থেকে ছিটেক গেল আল নাসর।
প্রজন্মনিউজ২৪/এ আর
মায়ের হাতের ইফতারির জন্য এখন আর কে অপেক্ষা করে!
বড় অংকের টাকা আনা-নেওয়ায় ৯৯৯ নম্বরে কলের পরামর্শ পুলিশের
বিএনপিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই : কাদের
শাকিবের অস্ট্রেলিয়া-কাণ্ডে যা বললেন ভুক্তভোগী নারী
মেসির মাইলফলক গোলে আর্জেন্টিনার জয়
নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন