প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৩ ১০:৫৩:৪৩
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) দিনব্যাপী আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
ওঁ শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ "ওঁ ভদ্র কাল্যৈ নমো নিত্যাং সরস্বতৈ নমো নমঃ,বেদ-বেদান্ত-বেদাঙ্গ বিদ্যাস্থ্যনেভ্য এবচ -স্বাহাঃ" এই স্লোগানকে সামনে রেখে সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার(২৬ জানুয়ারী) পবিপ্রবিতে ২টি ধাপে দিনব্যাপী আয়োজনে "বাণী অর্চনা" অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম ধাপে পবিপ্রবির কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত "বাণী অর্চনা" 'র শুভ উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু,প্রফেসর ড. গোপাল সাহা,সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি, সহযোগী অধ্যাপক ড. প্রিয়াংকা হাওলাদার, সহযোগী অধ্যাপক লিটন চন্দ্র সেন, সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা,সহযোগী অধ্যাপক নিউটন সাহা, পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।দ্বিতীয় ধাপে সন্ধ্যা ৫টা ৩০ এ পবিপ্রবির বরিশালের বাবুগঞ্জে অবস্থিত ক্যাম্পাসের মন্দিরে "বাণী অর্চনা" অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ধর্ম আমাদের কখনো উগ্রতা শিক্ষা দেয় না। আমাদের সকলের অসাম্প্রদায়িক চেতনা লালন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন,বিদ্যার দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করি বিদ্যা, জ্ঞান সর্বত্র ছড়িয়ে পড়ুক সর্বত্র। তিনি আরো বলেন,দীর্ঘদিন ধরে মন্দিরের সংস্কার হয় নাই, আমরা দ্রুত সংস্কারের ব্যবস্থা করবো। পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন,অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে জাতির পিতা বদ্ধপরিকর ছিলেন আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো। সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন,ধর্ম যার যার উৎসব সবার এই অসাম্প্রদায়িক চেতনা আমরা ধারণ করবো।
প্রজন্মনিউজ২৪/উমায়ের
কাশিয়ানীর মাজড়া প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত
রংপুর টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত
পবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন
মহাখালীতে 'বুটেক্সিয়ান অ্যাসোসিয়েশন অব রংপুর ডিবিশন' কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনগরে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
যেকারণে স্বাধীনতা দিবসে রাবির হলে থাকছেনা 'বিশেষ খাবারের' আয়োজন