প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৩ ১০:১২:০৩ || পরিবর্তিত: ২৭ জানুয়ারী, ২০২৩ ১০:১২:০৩
আজিজার রহমান, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ছুরিখাঘাতে ২ যুবক নিহতের ঘটনায় প্রতিপক্ষ ওমর আলীর বাড়িসহ আরো অর্ধশতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে স্থানীয় উত্তেজিত জনতা। ২৬ জানুয়ারী (বৃহস্পতিবার) বাদ জোহর নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৫) এর জানাজা ও দাফন শেষে এ ঘটনা ঘটেছে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন তাৎক্ষনিক নিয়ন্ত্রণে আনতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমান বৃদ্ধি পেয়েছে।
ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ বলেন, একই সঙ্গে অনেক বাড়িঘরে আগুন লাগার করনে জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটে অগ্নিনির্বাপণে কিছুটা বিলম্ব হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শণ করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হোসেন কবির বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সব কিছু নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে।
গত ২৫ জানুয়ারী (বুধবার) সকাল সাড়ে ৮ টায় খোদাদাদপুর হঠাৎ পাড়া চারমাথায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় মনোয়ার হোসেন মিম (২৪) নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় রাকিব হোসেন (২৫) নামে অপর এক যুবক। তাছাড়াও আহত হয় আরো ৫ জন।
নিহত মনোয়ার হোসেন মিম ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদপুরের হায়দার আলীর ছেলে ও অপর নিহত রাকিব হোসেন একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
প্রজন্মনিউজ২৪/এ আর
বাবুরহাট কাপড়ের বাজারে বেড়েছে কাপড়ের দাম, কমেছে বেচাকেনা
শরীয়তপুরের নড়িয়ায় বজ্রপাতে নিহত তিন
‘আমাদের বইবাড়ি’ নামক গ্রন্থাগারের উদ্বোধন
ইন্দুরকানীতে কৃষকের জমি দখলের অভিযোগ
স্বাধীনতা দিবসে সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগের দুই গ্রুপ
গুলিস্তানে বিস্ফোরণ: নিহতের কাতারে আরো একজন
সোনাইমুড়ীতে যাত্রী বেশে ছিনতাই, পাইপগানসহ দুই ছিনতাইকারী গ্রেফতার