প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৩ ১২:০৮:৪৮
অনলাইন ডেস্ক: তবে কি আনহেল দি মারিয়া প্রেরনা দিলেন? পেরুর অনূর্ধ্ব ২০ দলকে ১-০ গোল হারিয়ে কোপা আমেরিকা অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেল আর্জেন্টিনা। প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার কাছে হেরেছে আর্জেন্টিনা।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না হাভিয়ের মাসচেরানোর দলের। এই ম্যাচের আগে দলকে উদ্বুদ্ধ করতে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন দি মারিয়া। ইনস্টাগ্রামে বিশ্বকাপ জয়ী দি মারিয়া লিখেছিলেন, ‘জেগে ওঠো বাচ্চারা।
গত বছর লিওনেল মেসি, দি মারিয়াদের সাবেক সতীর্থ মাসচেরানো আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের দায়িত্ব নেন। তাঁর দল ম্যাচের শুরু থেকে পেরুকে চেপে ধরেছিল আর্জেন্টিনা। তবে প্রথম গোল পেতে তাঁদের অপেক্ষা করতে হয়েছিল ৪০ মিনিট পর্যন্ত। আর্জেন্টিনার হয়ে গোল করেন ইনফান্তিনো।
আরও পড়ুন: কিমের দেশে এবার অদ্ভুত লকডাউন
এরপর পেরুর রক্ষণে বেশ কয়েকটি আক্রমণ করেও আর গোল পায়নি আর্জেন্টিনা। তবে এই ম্যাচ জয়ের পরও টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারত মাসচেরানোর দল। অন্য ম্যাচে ব্রাজিল- কলম্বিয়ার ১-১ গোলে ড্র করায় এখনো টুর্নামেন্টে টিকে আছে তারা। আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পেরু।
প্রজন্মনিউজ২৪/এ আর
রমজানে গরিবের জন্য মুরুগ- গরুর মাংস নয়
মায়ের হাতের ইফতারির জন্য এখন আর কে অপেক্ষা করে!
নোয়াখালীতে বলৎকারের অভিযোগে ১০জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
মসজিদুল হারামে ইতিকাফের নিবন্ধন শুরু
রমজানে সেহেরি ও ইফতার খরচ দিবেন পাবিপ্রবি ছাত্রলীগ
ইউরোপীয় ব্র্যান্ড এসিসির এসি বাজারে আনল ওয়ালটন
রমজানের প্রথম দিনে ইরানে কুরআন তিলাওয়াতের মাহফিলে সর্বোচ্চ নেতার উপস্থিতি