প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৩ ১০:০০:২০
আসাদ চট্টগ্রাম প্রতিনিধি: গতকাল নগরীর বিভিন্ন স্থামে অভিজান পরিচালনা করে একাধিক অপরাধে মোট ৫২জন অপরাধীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসই নিরাপত্তা ও শান্তির জন্য অনবরত কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। যার ধারাবহিকতায় চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপারের নির্দেশে গতকাল চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিজানে পরোয়ানা মূলে ২৫ জন, মাদক মামলায় ১৭ জন, অস্ত্র মামলায় ০১ জন, অন্যান্য মামলায় ০১ জন ও পূর্বের মামলায় ০৮ জনসহ মোট ৫২ জন আসামী গ্রেফতার করে। এসময় মোট ৬৫,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়।
আরও পড়ুন: ২০ বছর পর গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, "নিরাপদ চট্টগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম চট্টগ্রাম জেলা পুলিশ"।
প্রজন্মনিউজ২৪/এ আর
বড় অংকের টাকা আনা-নেওয়ায় ৯৯৯ নম্বরে কলের পরামর্শ পুলিশের
রোজা রাখার জন্য সাহরি খাওয়ার গুরুত্ব ও বিধান
উত্তপ্ত ফ্রান্স : ম্যাক্রোঁর বিরুদ্ধে রাস্তায় লাখ লাখ বিক্ষোভকারী
রুহানিয়াত ফাউন্ডেশনের ১ হাজার তম রক্তদাতাকে সম্মাননা স্মারক প্রদান