প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৩ ০৯:০০:৪০
সাইফুল্লাহ সাকিব কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত আউলিয়া পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাইদ স্থানীয় প্রভাবশালী কতিপয় অসাধু ব্যক্তিদের হাতে হেনস্তার শিকার হন।
জানা যায়, রবিবার মাদ্রাসার মাহফিলে পোস্টারে নাম না থাকাকে কেন্দ্র করে রিটন শাহাদাৎ সহ বেশকয়েকজন অফিসচলাকালীন সময়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে অশালীন বাক্য বিনিময় ও হুমকি-ধমকি দেয়। তাদের হট্টগোল শুনে শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে বেড়িয়ে আসে,সবাই বিক্ষুব্ধ হয়ে উটে। এ সময় রিটন ও তার সহযোগীরা মাদ্রাসা থেকে চলে যেতে বাধ্য হয়।
পরে শিক্ষকগণ সব শিক্ষার্থীদের শান্ত করেন। এ ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরে এরকম আচারণ মেনে নেওয়া যায় না।এর নিন্দা জানানোর ভাষা নেই।
শিক্ষার্থীরা বলেন,"শিক্ষকগণ আমাদের মাথার তাজ, তাদের প্রতি কোন অসম্মান অসৌজন্যমূলক আচরণ সহ্য করা হবে না"।
সবাই এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
প্রজন্মনিউজ২৪/উমায়ের
শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে উন্নয়ন তুলে ধরুন: জাহাঙ্গীর আলম
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
ফের মারামারিতে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা
নরসিংদীর আর কেউ ভূমি ও গৃহহীন নয়
জামিন পেলান সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ মৃধা
ফকিরহাট মহিলা কলেজে নবাগত ছাত্রীদের অভ্যর্থনা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত
এত পানির মাঝেও ‘পানির কষ্ট মানুষের’
ডাকাতি প্রস্তুতির সময় আটক ছয় জন