প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৩ ০৫:০৪:১৪
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। রূপসী বাংলা পরিবহন ও ফাল্গুনী পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়। বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুড়িগাতী সরকারি পুকুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল (২৬) নাটোরের লালপুর উপজেলার উদানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিরাজুল ইসলাম (৩০), পারভীন বেগম (৪০) এবং সাইফুল ইসলাম।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, সকাল সাড়ে ১০টার সময় খুলনা-ঢাকা মহাসড়কের সুড়িগাতী সরকারি পুকুর এলাকায় প্রতিযোগিতা করার সময় ঢাকাগামী ফাল্গুনী পরিবহন ও খুলনাগামী রূপসী বাংলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রুবেল নামে একজন মারা যান। পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার শিকার বাস দুটিকে জব্দ করা হয়েছে। তবে দুই বাসের চালকই পালিয়ে গেছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রজন্মনিউজ২৪/এ কে
শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে উন্নয়ন তুলে ধরুন: জাহাঙ্গীর আলম
ফের মারামারিতে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা
নরসিংদীর আর কেউ ভূমি ও গৃহহীন নয়
জামিন পেলান সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ মৃধা
ফকিরহাট মহিলা কলেজে নবাগত ছাত্রীদের অভ্যর্থনা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত
এত পানির মাঝেও ‘পানির কষ্ট মানুষের’
ডাকাতি প্রস্তুতির সময় আটক ছয় জন
বাঘায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ
ইউপি চেয়ারম্যানের কাছে লাখ টাকা চাঁদাদাবি, থানায় অভিযোগ
২৮৯টি পরিবারকে ঘর প্রদানের মধ্য দিয়ে ঝালকাঠি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা