ফুলবাড়ীতে ছাত্রলীগের হেল্প ডেক্স কর্মসূচি পালন

প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৩ ১১:২৪:০৫ || পরিবর্তিত: ২৫ জানুয়ারী, ২০২৩ ১১:২৪:০৫

ফুলবাড়ীতে ছাত্রলীগের হেল্প ডেক্স কর্মসূচি পালন

তাজকিরাতুল হক তানভীর, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় ফুলবাড়ি সরকারি কলেজে বাংলাদেশ ছাত্রলীগের  "হেল্প ডেক্স" কর্মসূচি পালন । 

সোমবার (২৪ জানুয়ারি) ফুলবাড়ি কলেজে ছাত্রলীগের উদ্যোগে এইচএসসি ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য হেল্প ডেক্স কর্মসূচি  পালন করে ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলবাড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সকল সমস্যায় ছাত্রলীগ তাদের পাশে ছিল, থাকবে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৌসুফ পারভেজ শুভ বলেন, ছাত্র-ছাত্রীরা ভর্তির সময় বিভিন্ন ভাবে হ্যারেজমেন্টের শিকার হয় এবং অনেকেই বুঝতে পারে না তাদের কি কি কাগজপত্র দরকার এবং কিভাবে তারা ভর্তি হতে পারবে। এজন্য আমরা আমাদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য "হেল্প ডেক্সের" ব্যবস্থা করেছি ।

তিনি আরো বলেন, আমাদের এই কর্মসূচি ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য। ছাত্রছাত্রীরা যাতে সহজে ভর্তি হতে পারে এবং আমাদের এই কর্মসূচি ভর্তির সর্বশেষ দিন পর্যন্ত চলবে।

এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ি কলেজ শাখার সভাপতি মোঃ তৌহিদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৌসুফ পারভেজ শুভ , হোস্টেল শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


প্রজন্মনিউজ২৪/এ কে 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ