প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৩ ১০:১৫:২৬
রাবি প্রতিনিধিঃ চলচ্চিত্র বিষয়ক ষাণ্মাসিক গবেষণা জার্নাল ‘ম্যাজিক লণ্ঠন’ এর ২৪তম সংখ্যা প্রকাশিত হয়েছে। এরইসাথে এক যুগ অতিবাহিত করলো জার্নালটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়গুলো জানান 'ম্যাজিক লণ্ঠন'র সম্পাদক ও সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার।
দীর্ঘ পথচলায় ‘ম্যাজিক লণ্ঠন’ এর পাঠক ও শুভাকাঙ্খীদের ছিলেন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জার্নালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউ মিডিয়া বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার লিখে থাকেন। এবারের সংখ্যায় বিভিন্ন বিষয়ে মোট ৩০টি প্রবন্ধ রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি সংখ্যায় রয়েছে সদ্য জীবনমঞ্চ ছেড়ে যাওয়া সঙ্গীতকে দু-হাত ভরে দেওয়া লতা মঙ্গেশকার’কে নিয়ে প্রবন্ধ। এছাড়া বাংলাদেশি চলচ্চিত্রনির্মাতা আজিজুর রহমান, হলিউডের কৃষ্ণাঙ্গ নারী অভিনয়শিল্পী নিশেল নিকোলস ও কিংবদন্তি ভারতীয় নির্মাতা তরুণ মজুমদার স্মরণে প্রবন্ধ। আর চলচ্চিত্রের বর্তমান বিভাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুই কালজয়ী উপন্যাস ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’ অবলম্বনে দৃশ্যমাধ্যমে উপস্থাপনের রাজনীতি- অর্থনীতি, সংস্কৃতিবানদের অবদমনে রাখা গ্যারাইম্মা ভূত শিরোনামে হিরো আলমকে নিয়ে প্রবন্ধ, বলিউড ও দক্ষিণ ভারতের চলচ্চিত্রের বর্তমান হালচাল ও প্রবণতা, নাইজেরিয়ার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি (নলিউড) এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে রয়েছে দুইটি প্রবন্ধ।
এবারের সংখ্যায় আলোচিত চলচ্চিত্র হাওয়া নিয়ে দুটি প্রবন্ধের পাশাপাশি ‘ম্যাজিক লণ্ঠন’ আয়োজিত ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ১০’-এ 'সাম্প্রতিক চলচ্চিত্র প্রবণতাতে ‘হাওয়া’র গড়ে ওঠা/নির্মাণ' শিরোনামে থাকছে নির্মাতা নির্মাতা মেজবাউর রহমান সুমনের কথা উপস্থাপন। এ সংখ্যায় দুই পর্বের আলোচনার প্রথম পর্ব প্রকাশ হয়েছে।
এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র লাল মোরগের ঝুঁটি, মালায়লাম চলচ্চিত্র বিরিয়ানি, রেহানা মরিয়ম নূরের পাশাপাশি আরো কয়েকটি প্রবন্ধে সাজানো হয়েছে চলচ্চিত্র-বীক্ষণ বিভাগটি। এর পাশাপাশি নিয়মিত বিভাগগুলোতে রয়েছে গুরুত্বপূর্ণ সব প্রবন্ধ। তবে এ সংখ্যায় ‘ম্যাজিক স্মৃতি’, ‘ম্যাজিক আড্ডা’, ‘ম্যাজিক বাতচিত’ ও ‘নিউমিডিয়া’ বিভাগ থাকছে না। ৩২৪ পৃষ্ঠার এ পত্রিকাটির মূল্য রাখা হয়েছে মাত্র ২০০ টাকা। সকল বিভাগ ও বিভিন্ন জেলা শহরের লাইব্রেরিতে পাওয়া যাবে জার্নালটি। বাংলাদেশের বাইরে কলকাতার ধ্যানবিন্দু, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটেও জার্নালটি পাওয়া যাবে।
প্রসঙ্গত, ‘ম্যাজিক লণ্ঠন’ নামে সংগঠনের যাত্রা শুরু হয় ২০১১ সালে। জানুয়ারি ও জুলাই মাসে নিয়মিত একই নামে জার্নাল প্রকাশিত হয়। প্রতি রবিবারে চলচ্চিত্র বিষয়ক ও বুধবারে সাধারণ পাঠচক্র করা হয়। এছাড়া ‘ম্যাজিক লণ্ঠন’-এর প্রযোজনায় সংগঠনটির সদস্যরা নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করে থাকে।
প্রজন্মনিউজ২৪/এ কে
নিউ ইয়র্কে বাংলাদেশ ব্রান্ডিং বিষয়ক সম্মেলন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কাতার প্রবাসী বাংলাদেশি নিহত
আয়কর রিটার্ন : মোবাইল রিচার্জের হিসাব রাখছেন কি?
ডলার বুকিং নিয়ে ‘ভয়’ নয় : বাংলাদেশ ব্যাংক
কোন বয়সে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি খাওয়া জরুরি
শাজাহানপুরে দক্ষিন পারতেখুর বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, নেই পড়ালেখার পরিবেশ