প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৩ ০৬:১২:২২ || পরিবর্তিত: ২৩ জানুয়ারী, ২০২৩ ০৬:১২:২২
অনলাইন ডেস্ক: সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকালকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।
সোমবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক।
গত ৯ জানুয়ারি দৈনিক সমকাল পত্রিকার প্রথম পাতায় ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে প্রকাশিত খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে ইতোমধ্যে প্রতিবাদলিপি পাঠানো হলেও এখনও পর্যন্ত পত্রিকাটিতে তা প্রকাশ করেনি।
ওই সংবাদ প্রকাশের জেরে গত ১৫ জানুয়ারি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের পক্ষে আইনি নোটিশটি পাঠান ব্যারিষ্টার এ এম মাসুম। নোটিশে দৈনিক সমকালের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদক হকিকত জাহান হকিকে নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে প্রকাশিত প্রতিবেদনের সতত্যা প্রমাণাদিসহ এর তথ্যসূত্র উল্লেখ করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।
প্রজন্মনিউজ২৪/এমএসআর
স্পন্সর প্রতিষ্ঠানের বকেয়া ১৬০ কোটি, বিসিসিআইয়ের মামলা
ভারতে পাচারের শিকার বাংলাদেশি ৪২ নারী ও শিশু দেশে ফিরল
মেয়র তাপসকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের মামলার প্রতিবেদন পেছাল
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন অফিসার্স ক্লাবে
রাজধানীতে ৭৪ বাসে অগ্নিসংযোগ, ফুটেজ দেখেও শনাক্ত হচ্ছে না অপরাধী
প্রধানমন্ত্রীর মহাসমাবেশ শুরু হয়েছে
ব্রেইন স্ট্রোক হওয়ার ঝুঁকি কাদের মধ্যে সবচেয়ে বেশি?