প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৩ ০১:১৬:২৬
অনলাইন নিউজডেস্কঃ নাসিম তুমি কার? না, এটি চলচ্চিত্রের নাম নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে খুলনা টাইগার্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন পাকিস্তানের পেসার নাসিম শাহ? তৈরি হয়েছিল দুটানা ।
অবশেষে খুলনা নয়, পাকিস্তানের এই তরুণ পেসার খেলবেন কুমিল্লার হয়ে।
এর আগে সবাই জানতো, এবার বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন নাসিম। তবে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এক টুইটে নাসিম জানান, তিনি খুলনা নয়, খেলতে আসছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
নিজের ভেরিফেইড টুইটার অ্যাকাউন্টে নাসিম শাহ লিখেন, তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন এই পাকিস্তানি তারকা।
পরে জানা যায় খুলনা টাইগার্সের সঙ্গে করা চুক্তি বাতিল করেছেন নাসিম। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে নতুন করে চুক্তি করেন তিনি। কুমিল্লায় নাসিম স্বদেশী মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, হাসান আলি ও আবরার আহমেদকে পাচ্ছেন।
ধারণা করা হচ্ছে, ২৩ জানুয়ারি নাসিম শাহ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে অভিষেক করবেন ।
প্রজন্মনিউজ২৪/এমএইচ
পাকিস্তানে সোনার দামে রেকর্ড, তোলায় ২ লাখ রুপির বেশি
বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উরফির!
মিত্র দেশ ৩২১টি ট্যাংক দেবে ইউক্রেনকে
ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলার উল্টে চালক নিহত
অনন্য স্থাপত্য শৈলী শত বছিরের এ মসজিদ
সানিয়া মির্জার অশ্রুসিক্ত বিদায়ে যা বললেন শোয়েব মালিক