প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৩ ০৩:৪৫:৫১
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী থেকে দুটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের আমির উদ্দিন ভূঁইয়া বাড়ির আবু জাহেরের ছেলে নূর হোসেন (২২) ও বারাগাঁও ইউনিয়নের রাজীবপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে আব্দুল মমিন ওরফে বাবুল (৪৮)।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে তগকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খেজুরতলা বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় খেজুরতলা বাজার থেকে নুর হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে সোনাইমুড়ী পৌরসভার বন্ধু মিশুক দোকানের সামনে থেকে সামছুল হককে গ্রেফতার করা হয়।
পরে তার থেকে দুটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। যাহার বাজার মুল্য প্রায় দুই লক্ষ টাকা। এই ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়।
প্রজন্মনিউজ২৪/এ কে
ঝালকাঠিতে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন
আগামী নির্বাচন সুষ্ট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাবের ওপর নিষেধাজ্ঞা রাজনৈতিক বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসীরা অনুপ্রবেশ করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী
আদালত থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার মামলার প্রতিবেদন ১ মার্চ
সিলেটে বিপিএলের টিকেট সংকট! সমর্থকদের ভিড়
নাকে দেওয়ার করোনা ভ্যাকসিন বাজারে আনল ভারত
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন রাবির দুই অধ্যাপক