প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৩ ১০:৩৯:০২
অনলাইন ডেস্কঃ ‘বিগ বস’-এর ঘরে চলতি সপ্তাহে এক ধাক্কায় বেরিয়েছে ৩ প্রতিযোগী। আব্দু রোজিক, সাজিদ খান ও সৃজিতা দে। একসঙ্গে ৩ প্রতিযোগীর শো ছাড়ায় মন খারাপ ‘বিগ বস’ অনুরাগীদের।
তবে এর মাঝেই এল নতুন খবর। এবার বদলে যাচ্ছে শো-এর সঞ্চালক। দীর্ঘ ১৬ বছর ধরে টানা এই শো-এর সঞ্চালকের দায়িত্বে দেখা গেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে। কিন্তু আর বেশি দিন নয়। সালমানের জায়গা নিতে চলেছেন প্রযোজক করন জোহর। অবশ্য এই প্রথম নয়, গত বছর ‘বিগ বস ১৫’-র প্রথম সিজন গোটাটাই সঞ্চালনা করেছিলেন করন জোহর। তবে এবার পুরোপুরি সঞ্চালনার দায়িত্বই নাকি আসতে চলেছে করনের কাঁধে।
তবে শো থেকে পুরোপুরি বিদায় নয়। মাঝেমধ্যেই সপ্তাহান্তে ‘উইকএন্ড কা ভার এপিসোড’ দেখা যাবে। এছাড়াও বিগ বসের ফাইনালের দিন গোটাটা সঞ্চালনার দায়িত্ব থাকবে সালমানের হাতে। তবে প্রতিযোগীদের দিশা দেখাতে মাঝেমধ্যেই ফিরবেন ভাইজান। এই খবর ছড়িয়ে পড়ার পর মন খারাপ বিগ বসের দশর্কদের। দর্শকের একটা বড় অংশের চাহিদা সালমানই থাকুন শো-এর সঞ্চালকের ভূমিকায়। এতজন প্রতিযোগীকে সপ্তাহের পর সপ্তাহ ধরে কীভাবে সামলান করন জোহর এখন সেটাই দেখার!
প্রজন্মনিউজ২৪/এ কে
নরসিংদীর আর কেউ ভূমি ও গৃহহীন নয়
এত পানির মাঝেও ‘পানির কষ্ট মানুষের’
ইউপি চেয়ারম্যানের কাছে লাখ টাকা চাঁদাদাবি, থানায় অভিযোগ
অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ সহকারী ভুমি কর্মকর্তা শরিফুলের বিরুদ্ধে
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান মোমেনের
আবাসিকতা পেলেও প্রতিবন্ধী শিক্ষার্থীকে থাকা লাগছে মেঝেতে
পুলিশী সহায়তায় বাড়ি ফিরলো শৈলকুপার ঘরছাড়া ৭০ পরিবার
সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৩৪৪ পরিবার
সঞ্চয়পত্রে নির্ভর বাজেট অর্থায়ন, চাপ বাড়ছে ব্যাংকের তহবিল ব্যবস্থাপনায়