প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৩ ১১:১৮:১২
অনলাইন ডেস্কঃ ভারতীয় অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুর মামলার জট কিছুতেই খুলছে না। আদালতে দিন কয়েক আগেই অভিযুক্ত শীজান খানের আইনজীবী দাবি করেন, ডেটিং অ্যাপ টিন্ডারে নাকি নিজেকে নথিভুক্ত করিয়েছিলেন তুনিশা। সেখানেই তাঁর আলাপ হয়ে আলি নামের কোনও ব্যক্তির সঙ্গে। নিয়মিত কথাবার্তা চলত তাদের। মৃত্যুর আগে আলির সংস্থার সঙ্গে যুক্তও হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কে এই আলি? সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর চাচা।
গত পাঁচ বছর ধরে একে অপরকে চেনেন তুনিশা ও আলি, জানান অভিনেত্রী চাচা পবন শর্মা। শীজানের আইনজীবী যে দাবি করেছেন তুনিশা ও আলি সম্পর্কে, এবার তার পাল্টা জবাবে অভিনেত্রীর চাচা বলেন, ‘‘আলি তুনিশার জিম প্রশিক্ষক। পাঁচ বছর আগে তুনিশার সঙ্গে আলাপ। মাঝে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। শীজানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আলিকে ডেটিং অ্যাপে দেখার পর একের অপরের নাম্বার আদানপ্রদান করেন।”
তিনি আরও বলেন, ‘‘তুনিশা সকলের সঙ্গেই যোগাযোগ রাখতেন। একে অপরের ভাল বন্ধু ছিলেন তারা। কিন্তু মৃত্যুর আগে আলির সঙ্গে কথা বলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’’
কেন অকালে চলে গেলেন ২০ বছরের তুনিশা? উঠছে নানা প্রশ্ন। সম্পর্কে ভাঙাগড়া না কি পারিবারিক কোনও কারণ? দিন দিন যেন জটিল হচ্ছে অভিনেত্রীর মৃত্যু মামলা।
প্রজন্মনিউজ২৪/এ কে
শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে উন্নয়ন তুলে ধরুন: জাহাঙ্গীর আলম
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
ফের মারামারিতে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা
নরসিংদীর আর কেউ ভূমি ও গৃহহীন নয়
জামিন পেলান সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ মৃধা
ফকিরহাট মহিলা কলেজে নবাগত ছাত্রীদের অভ্যর্থনা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত
এত পানির মাঝেও ‘পানির কষ্ট মানুষের’
ডাকাতি প্রস্তুতির সময় আটক ছয় জন
ইউপি চেয়ারম্যানের কাছে লাখ টাকা চাঁদাদাবি, থানায় অভিযোগ
২৮৯টি পরিবারকে ঘর প্রদানের মধ্য দিয়ে ঝালকাঠি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা