ইউরোপ যাওয়ার স্বপ্ন অধরাই থেকে গেলে তানিলের

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৩ ০৬:৫২:৪৯ || পরিবর্তিত: ১১ জানুয়ারী, ২০২৩ ০৬:৫২:৪৯

ইউরোপ যাওয়ার স্বপ্ন অধরাই থেকে গেলে তানিলের

সাকিব ইমদাদুল সুনামগঞ্জ প্রতিনিধিঃ ইরান থেকে তুর্কী যাওয়ার পথে বরফে আটকে সুনামগঞ্জের তরুণের মর্মান্তিক মৃত্যু। গত (৯জানুয়ারী) সোমবার ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে তীব্র ঠাণ্ডায় অসুস্থ হয়ে বরফে আটকে মৃত্যুবরণ করেন তানিল আহমেদ নামের তরুণ।

নিহত তানিল আহমেদ সুনামগঞ্জের শান্তি-গঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের তানিল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। 

ইউরোপ যাওয়ার স্বপ্ন অধরাই থেকে গেলে দুর্দান্ত তানিলের। ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দেশ থেকে পাড়ি জমান ইরান। ইরান থেকে সীমান্ত পথে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বরফেই ম্লান হয়ে যায় তার আর পরিবারের সকল স্বপ্ন। ৫ ভাইয়ের মধ্যে তানিল আহমদ সবার বড়।

সংসারের হাল ধরতে ও নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কয়েক মাস আগে ইরানে যান। সবেই ঠিকঠাক ভাবে চলছিল তার। পরে আরও বড় স্বপ্ন পূরণের আশায় ইরান থেকে অবৈধ পথে গ্রিসে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। তবে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে ঠাণ্ডায় মারা যাওয়ায় তাঁর সেই স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেল।

এদিকে,তানিল মৃত্যুর খবরে এলাকা ও পরিবার আত্মীয় স্বজন বন্ধু সহপাঠীরা শোকে কাতর । কেঁদে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছেন টানিলের মা ও পরিবারের সদস্যরা।


প্রজন্মনিউজ২৪/এ কে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ