প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৩ ১২:১২:৩৬
নোয়াখালী প্রতিনিধিঃ লক্ষীপুর জেলার রুপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার টাকা আত্মসাতের মামলায় প্রিন্সিপাল অফিসার আবদুল লতিফ ভূঁইয়াকে ১১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১৭ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত প্রিন্সিপালকে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দামতি গ্রামের মৃত আবদুল গফুর ভূঁইয়ার ছেলে এবং লক্ষীপুর জেলার রুপালী ব্যাংক পোদ্দার বাজার সাবেক ২য় কর্মকর্তা ছিলেন।
সোমবার ( ৯জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ.এন.এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, আবদুল লতিফ ভূঁইয়া ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রুপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার ২য় কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের ৪কোটি ৭২ লাখ ৫৮হাজার ৭৪টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে। তার মধ্যে ২০০৩ সালে ৩৩টি এন্টির মাধ্যমে ১৫ লাখ ৪৩ হাজার ২৭ টাকা আত্মসাৎ করার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম।তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে মামলার শুনানি শেষে বিচারক এ.এন.এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে দুটি ধারায় মোট ১১ বছরের কারাদন্ড ও ১৭ লক্ষ টাকা অর্থদন্ড দেন। এ সময় দন্ডপ্রাপ্ত আসমি পলাতক ছিলেন। আসামির সাজা সমূহ যুগপৎ চলবে।
প্রজন্মনিউজ২৪/জিইউ আর/এ আর
স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: ফখরুল
‘দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে’ বাংলাদেশ : ব্লিংকেন
গুলিস্তানে বিস্ফোরণ: নিহতের কাতারে আরো একজন
সাভার থানায় পক্ষাঘাতগ্রস্তরা পাবেন হুইল চেয়ার সেবা
ডাক্তারের সঙ্গে স্ত্রীর পরকীয়া, আদালতে স্বামী
ঠাকুরগাঁওয়ে ২০০ বছরের বিস্ময়কর সূর্যপূরী আমগাছ
রাজনগরে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত