প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৩ ০৪:২০:০৪
গুড নিউজ
ভোর সকালে শুনতে পাওয়া যায়
খবরের কাগজ নয়তো গল্প আড্ডায়
চারদিকে বয়ে বেড়ায় সুখের বন্যা
স্বজনের গুমের খবরে নেই কান্না।
রাত কিংবা দিনে গাড়ি চালনায়
যানজটে মানুষ আর নেই অসহায়
সময় অপচয়ে দিতে হয়না ব্যাখ্যা
আর হয় না বাস দুর্ঘটনায় হত্যা।
নেই সংবাদ টেকনাফ হয়ে তেঁতুলিয়ায়
সামাজিক মাধ্যমে হোক ভাইরালের ইচ্ছায়
শিক্ষালয়ে ইভটিজিং শিকার হয় না কন্যা
ধর্ষণ খুন রাহাজানি সে তো অমাবস্যা।
রাজনৈতিক নেতা বলিয়ান নীতির চর্চায়
ধনী-গরীবের সেবা খবরের পাতায়
প্রতিহিংসার রাজনীতি যেন অপবাত্যা
লুটপাট দুর্নীতি সেতো দেশের লজ্জা।
পৃথিবীতে বাংলাদেশ এক অন্যন্য উচ্চতায়
মৌলিক চাহিদা পূরণে দৃষ্টান্ত সেথায়
টকশোতে শুনতে হয়না বুদ্ধিজীবীর অধিবিদ্যা
ধনধান্য পুষ্পে ভরা বাংলার আখ্যা।
সপ্নপুরী নয় সত্যিকারে গড়া যায়
এমন খবর যদি আসতো মিডিয়ায়
গুজবকে ছাপিয়ে যেতো ভালোর তপস্যা
ভোর হতো স্নিগ্ধ সুন্দর রজনীগন্ধ্যা।
বিপ্লব হাফিজ
প্রজন্মনিউজ২৪/এম এইচ
স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: ফখরুল
‘আমাদের বইবাড়ি’ নামক গ্রন্থাগারের উদ্বোধন
রংপুর টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত
ইন্দুরকানীতে কৃষকের জমি দখলের অভিযোগ
‘দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে’ বাংলাদেশ : ব্লিংকেন
স্বাধীনতা দিবসে সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগের দুই গ্রুপ
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের হারের কারন