প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২২ ০২:৪০:৪০ || পরিবর্তিত: ২৭ ডিসেম্বর, ২০২২ ০২:৪০:৪০
এম এইচ, নিউজডেস্কঃ একজন দেশ প্রেমিক প্রবীণ নাগরিক প্রকৌশলী ম. ইনামুল হকের উপর পৈশাচিক হামলার প্রতিবাদে আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে নাগরিক পরিষদ ও নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক) এক মানববন্ধনের আয়োজন করে।
“প্রকৌশলী ম. ইনামুল হক নয়, চপটাঘাত হয়েছে সভ্যতা ও বিবেকের গালে” এ প্রতিবাদী মানববন্ধনের সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন। প্রধান অতিথি ছিলেন নাবিকের আহ্বায়ক ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রতিবাদী তারুণ্যের আহ্বায়ক মাসুদুজ্জামান ও নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
তাঁর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলায় জড়িত দুষ্কৃতিকারীকে শাস্তির আওতায় আনার দাবী করছি। এদেশে চলমান নৈরাজ্য ও অমানবিকতার অবসানে সকল দেশপ্রেমিক সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
তাঁরা আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এখন নাগরিকরা দেশের মালিকানা হারিয়ে ঔপনিবেশিক শোষণের যাঁতাকলে পৃষ্ট। মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার হারিয়েছে। ন্যূনতম নাগরিক মর্যাদা ও বেঁচে থাকার অধিকার হুমকির সম্মুখীন।
প্রকৌশলী ম. ইনামুল হক তার একটি উদাহরণ। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম কারাগারে পরিণত হয়েছে। সরকারি দলের কর্মীরা উপনিবেশিক কারারক্ষীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। অসত্যের দেয়াল ভেঙ্গে চুরমার হওয়া সময়ের ব্যাপার মাত্র।
উল্লেখ্য নাগরিক পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
প্রজন্মনিউজ২৪/এম এইচ
ঘোড়াঘাটে ইয়াবাসহ যুবককে আটক করেছে র্যাব
ধুনটে বাবা-মার উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সদরদপ্তরে হামলায় নিহত ৯
চমক দেখালো রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে একটি ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী বলেছেন, দুই হাত ভরে দিবে: ত্রান প্রতিমন্ত্রী
বাংলাদেশের ঋণ শোধ করে দায়মুক্ত শ্রীলঙ্কা
ধুনটে কীটনাশক সেবন করে গৃহিণীর আত্মহত্যা
নীতির প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রী পিতার মতোই আপসহীন: দীপু মনি