প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২ ১২:২০:২৩
নিজস্ব বার্তা পরিবেশকঃ খেজুরের গুড়ের পিঠা-পায়েস ছাড়া শীতের আমেজ যেন পুরোপুরি জমেই না! এছাড়া চিনির চমৎকার বিকল্প হিসেবে সারাবছরই রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ গুড়ের চাহিদা। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম চিনি ও রঙ মিশিয়ে বিক্রি করে গুড়। গুড়ে ভেজাল রয়েছে কিনা সেটা জানা যাবে সহজ কিছু উপায়ে।
খাঁটি গুড় চিনবেন যে ৫ উপায়েঃ-
১। গুড়ে কৃত্রিমভাবে চিনি মেশানো হলে সেটা দেখতে চকচকে কিংবা স্ফটিকের মতো সাদাটে হয়।
২। খাঁটি গুড় নরম হবে। শক্ত ধরনের হলে সেটা কিনবেন না।
৩। এক গ্লাস পানিতে গুড়ের টুকরা ফেলুন। সেটা ধীরে ধীরে গলে গেলে বুঝবেন গুড় খাঁটি। নিচে জমে গেলে সেটাতে ভেজাল রয়েছে।
৪। গুড় সাধারণত গাঢ় বাদামি রঙের হয়। হালকা ধরনের রঙ বা হলদেটে রঙ হলে সেটি কিনবেন না।
৫। গুড়ের টুকরো ভেঙে মুখে দিন। চিনির মতো স্বাদ বা তিতকুটে স্বাদ হলে সেটা খাঁটি নয়।
প্রজন্মনিউজ২৪/উমায়ের
বাবুরহাট কাপড়ের বাজার বেড়েছে কাপড়ের দাম কমেছে বেচাকেনা
ফুলেল শ্রদ্ধায় স্বাধীনতার বীর শহীদদের স্বরণ
শরীয়তপুরের নড়িয়ায় বজ্রপাতে নিহত তিন
স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: ফখরুল
‘আমাদের বইবাড়ি’ নামক গ্রন্থাগারের উদ্বোধন
রংপুর টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত
ইন্দুরকানীতে কৃষকের জমি দখলের অভিযোগ