ফুটবল বিশ্বকাপ সম্পর্কে যে প্রশ্নগুলোর উত্তর জানা থাকা দরকার

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২২ ০১:৪৩:২৩ || পরিবর্তিত: ১৮ ডিসেম্বর, ২০২২ ০১:৪৩:২৩

ফুটবল বিশ্বকাপ সম্পর্কে যে প্রশ্নগুলোর উত্তর জানা থাকা দরকার

আলাউদ্দিন খলিফা, নিউজ ডেস্ক:

১."ফুটবল ঈশ্বর" কোন খেলোয়াড়কে বলে ?
২.২০২২ বিশ্বকাপ আয়োজক কোন দেশ?
৩.কাতার বিশ্বকাপের ফিফার সভাপতির নাম কী?
৪.২০২২ ফিফা বর্ষসেরা পুরস্কার লাভ করেন কে ?
৫.কাতার বিশ্বকাপে মোট খরচ কত?
৬.আফ্রিকা মহাদেশের কোন দেশ সর্বপ্রথম সেমিফাইনাল খেলে,কত সালে?
৭.কাতার বিশ্বকাপে শিরোপা জয়ী দল কত টাকা পারেন?
৮.ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি বার কাপ নিয়েছে কোন দল, কত বার?
৯.কাতার বিশ্বকাপের ম্যাসকট কী?
১০.আগামী ২০২৬ বিশ্বকাপ  আয়োজক কোন দেশ ?
১১.ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেন কে?
১২.সর্বপ্রথম আয়োজক কোন দেশ?
১৩.প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ?
১৪.প্রথম ফুটবল বিশ্বকাপ কত সালে শুরু হয়?
১৫.সবচেয়ে বেশি ম্যাচ খেলে কোন দল?
১৬.এখন পর্যন্ত কতটি বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
১৭.প্রথম বিশ্বকাপে কতটি দল অংশ নেয়?
১৮. কত সাল থেকে গোল্ডন বল, বুট দেয়া হয়, সে আসরে কে গোল্ডন বল ও বুট পান ?
১৯.প্রথম বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে  ?
২০. কাতার বিশ্বকাপের থিম সং কী? 
২১. ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
২২. ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বার লাল কার্ড পান কে পান?
উত্তর:
১.ম্যারাডোনা ২.কাতার ৩.জিয়ান্নি ইনফান্তিনো ৪.করিম বেনজেমা ৫.২২০বিলিয়ন ৬.মরক্কো, ২০২২ ৭.শিরোপার সাথে ৩৮ মিলিয়ন ইউরো বা ৪০৪ কোটি টাকা ৮. ব্রাজিল,৫বার ৯.লায়িব ১০.যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র,মেক্সিকো,কানাডা ১১.মিরোস্লাভ ক্লোসা(জার্মানি),১৬টি গোল ১২.উরুগুয়ে ১৩.উরুগুয়ে ১৪. ১৯৩০ ১৫.জার্মানি ১৬. ২২টি ১৭. ১৩টি ১৯.গিয়ের্মো স্তাবিলে(আর্জেন্টিনা),৮ গোল ২০.‘হায়্যা হায়্যা’, ইংরেজিতে যা দাঁড়ায় ‘বেটার টুগেদার’। ২১.লুসাইল আইকনিক স্টেডিয়াম ২৩.জেরার্ড বেডোয়ার।


 প্রজন্মনিউজ২৪/আ.খ

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ