প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২২ ১২:২২:১৯
সৌদি আরব সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। তাদের এ বৈঠকে সৌদি আরবের সাথে ৩৪টি চুক্তিতে সই করেছে চীন। খবর এপি ও গালফ নিউজের।
জানা গেছে, চীন বিনিয়োগ করবে সৌদি আরবের পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, নির্মাণ এবং অন্যান্য শিল্প খাতে। যার মধ্যে রয়েছে ‘হুয়াওয়ে’ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রবেশাধিকারও। ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।
এর আগে, বুধবার সৌদি আরব পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট। তাঁকে করমর্দন করে ইয়ামামাহ প্রাসাদে স্বাগত জানান ৩৭ বছর বয়সী সৌদি যুবরাজ। দুই নেতা প্রাসাদে পাশাপাশি হেঁটে হেঁটে কথা বলেন। এটি সৌদি বাদশাহর সরকারি বাসভবন।
প্রজন্মনিউজ২৪/এ কে
সব দল নির্বাচনে আসুক, আমরা খেলে জিততে চাই: তথ্যমন্ত্রী
শিক্ষার্থী আত্মহত্যায় ১ম অবস্থানে ঢাকা, এগিয়ে নারী শিক্ষার্থীরা
গেল বছর দেশের ৮৮.৬৭ শতাংশ ট্রেন যথাসময়ে ছেড়েছে
বগুড়া পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের উপর হামলা
৩২ তম এশিয়া প্যাসিফিক ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরীতে পবিপ্রবি রোভারের অংশগ্রহণ
আর একজন রোহিঙ্গাও নয়, পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতি পদে লড়াইয়ে আছেন যারা