প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২২ ০৫:৪৭:৫১
অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পুলিশ নয়াপল্টন কার্যালয়ে সিমেন্টের ব্যাগে করে বোমা নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সকাল এগারটার দিকে নাইটিঙ্গেল মোড়ে মির্জা ফখরুলকে কার্যালয়ের দিকে যেতে বাধা দিয়ে তাকে ফিরিয়ে দেয় পুলিশ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পুলিশ চাল পেয়েছে, এগুলো কি বিস্ফোরক? সেখানে ১৬০ বস্তা চাল ও দু্ই লাখ পানির বোতল রাখার মতো জায়গা নেই সেখানে। বিএনপির কার্যালয়ে থেকে দলের সদস্যদের দেওয়া মাসিক চাঁদা ও ব্যাংকের চেক বই নিয়ে গেছে।
এ সময় মির্জা ফখরুল পুলিশ সদস্যদের বলেন, ‘আমি আমার কার্যালয়ে যেতে পারব না? এটা কেমন কথা?’উত্তরে পুলিশকে বলতে শোনা যায়, ‘সরি স্যার, বিএনপি কার্যালয়ে যাওয়ার অনুমতি নেই।’পুলিশ বলেন আপনি আমার উপর উত্তেজিত হবেন না। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কারোরই যাওয়ার অনুমতি নেই। পুলিশের ওপর সেখান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। আমরা সেই জায়গাটিকে ‘প্লেস অব অকারেন্স’হিসেবে বিবেচনা করছি। সিআইডি ক্রাইম সিন নিয়ে কাজ করছে।’
পরে মির্জা ফখরুল সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমাকে পার্টি অফিসে যেতে দেওয়া হলো না। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ এনে তিনি বলেন, ‘বিএনপির ১০ তারিখের সমাবেশ নস্যাৎ করতে, গণতন্ত্র ধ্বংস করার জন্য চক্রান্ত হচ্ছে।’
প্রজন্মনিউজ২৪/সাঈদ
সারাদেশে ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ চলছে
বগুড়া শিবগঞ্জে জামায়াতের ৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে শরীয়তপুর সদর উপজেলার ইউএনও
সন্ধান মিলল আরও একটি বাসযোগ্য গ্রহের
দ্বিতীয় দিনে বইমেলায় জমে উঠেছে শিশুপ্রহর
ধুম ৪ নিয়ে আমিরের জায়গায় শাহরুখ!
ইউক্রেনকে নতুন ধরনের যে বোমা দিচ্ছে আমেরিকা
মানুষের স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী
‘গ্যাসের চুলা আর ব্যবহার করিম নাই বাপু মোর খড়ির চুলায় ভালো’
বাংলাদেশকে এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হয় না:শিল্পমন্ত্রী