দলে ফিরলেন মুমিনুল, কপাল খুললো জাকিরের

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২২ ০৪:৩৬:৩৪

দলে ফিরলেন মুমিনুল, কপাল খুললো জাকিরের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটো জিতে আগেভাগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার সাকিব আল হাসানদের সামনে মিশন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়। সে লক্ষ্যে বৃহস্পতিবার প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৪ ডিসেম্বর, চট্টগ্রামে।

এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৯টি টেস্ট ম্যাচ খেলে একটিতেও জেতেনি বাংলাদেশ। তাই এবারের সিরিজের প্রথম টেস্টেই নতুন কৌশল নিয়ে নামছে টাইগাররা। প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন জাকির হাসান। ২৪ বছর বয়সী জাকির সাদা জার্সিতে এখন পর্যন্ত মাঠে নামলেও খেলেছেন একটি টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও পারফর্ম করছেন গত কয়েক বছর ধরে। তবে জাকির আলো কেড়েছেন ভারত 'এ' দলের বিপক্ষে সাম্প্রতিক আন অফিশিয়াল টেস্ট সিরিজে। কক্সবাজারে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে হেরে যাওয়া ম্যাচ ম্যাচ ড্র করেছেন। ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১০৪ ইনিংসে ১৩ সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে ৪০৬৯ রান করেছেন জাকির।

জাকিরের ডাক পাওয়ার দিনে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে ওয়ানডের পর এবার টেস্ট দলেও নেই তামিম ইকবাল। ভারতের বিপক্ষে এ টেস্টের দলে নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।


প্রজন্মনিউজ২৪/এম এ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ