প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২২ ০৪:৩৬:৩৪
এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৯টি টেস্ট ম্যাচ খেলে একটিতেও জেতেনি বাংলাদেশ। তাই এবারের সিরিজের প্রথম টেস্টেই নতুন কৌশল নিয়ে নামছে টাইগাররা। প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন জাকির হাসান। ২৪ বছর বয়সী জাকির সাদা জার্সিতে এখন পর্যন্ত মাঠে নামলেও খেলেছেন একটি টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও পারফর্ম করছেন গত কয়েক বছর ধরে। তবে জাকির আলো কেড়েছেন ভারত 'এ' দলের বিপক্ষে সাম্প্রতিক আন অফিশিয়াল টেস্ট সিরিজে। কক্সবাজারে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে হেরে যাওয়া ম্যাচ ম্যাচ ড্র করেছেন। ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১০৪ ইনিংসে ১৩ সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে ৪০৬৯ রান করেছেন জাকির।
জাকিরের ডাক পাওয়ার দিনে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে ওয়ানডের পর এবার টেস্ট দলেও নেই তামিম ইকবাল। ভারতের বিপক্ষে এ টেস্টের দলে নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।
প্রজন্মনিউজ২৪/এম এ
সারাদেশে ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ চলছে
ধুম ৪ নিয়ে আমিরের জায়গায় শাহরুখ!
মানুষের স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় নরওয়ে: রাষ্ট্রদূত
খুদে ভক্তদের আবদার পূরণ করলেন সাকিব
পিসিবি সিনিয়র এবং অনূর্ধ্ব ১৯ দলের জন্য নির্বাচন কমিটি ঘোষণা করেছে
হাথুরুকে নতুন করে ফিরিয়ে আনা হলো কেন? জানালেন পাপন
অস্ট্রেলিয়ার নোটে থাকছে না রানির ছবি
"ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ফেস্ট ২.০ " তে শীর্ষ চারে:নোবিপ্রবি