প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২২ ০৩:৫৯:২৪
মো:সোহাগ আলী,
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজা সেবনকালে ১২ প্যাকেট গাঁজাসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাকে আটক করেছেন প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরের মাঠ থেকে আটক করা হয় তাদেরকে।
আটককৃত চারজন হলেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহানুর রহমান, একই বিভাগের আরেক শিক্ষার্থী এবং শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের নেতা আরিফ বিন সিদ্দিক, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং শেরে বাংলা ফজলুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ এবং ফোকলোর বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক মো. সাইফুল ইসলাম।
প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় প্রক্টরিয়াল টিম টহল পরিচালনা করা করছিলেন। এমনসময় বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুলের উত্তরপাশে কিছু শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখেন প্রক্টরিয়াল টিম। এসময় তাদের কাছে গেলে একটি কলেজ ব্যাগে ১২ প্যাকেট গাঁজা ও অন্যান্য নেশাজাত দ্রব্যসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমাদের প্রক্টরিয়াল টিম প্রতিদিনের ন্যায় আজকেও তাদের পরিদর্শনে বের হয়। তখন পুরাতন শেখ রাসেল মাঠের উত্তর পাশ থেকে তাদের গাঁজাসহ আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। তাদের কাছে ১২ প্যাকেট গাঁজা পাওয়া যায়।
তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নে তিনি বলেন, পুলিশ রাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।
প্রজন্মনিউজ২৪/সাঈদ
১মাসে ৫৯৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৫ যাত্রী কল্যাণ সমিতি
সারাদেশে ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ চলছে
বগুড়া শিবগঞ্জে জামায়াতের ৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে শরীয়তপুর সদর উপজেলার ইউএনও
ধুম ৪ নিয়ে আমিরের জায়গায় শাহরুখ!
মানুষের স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী
‘গ্যাসের চুলা আর ব্যবহার করিম নাই বাপু মোর খড়ির চুলায় ভালো’
বাংলাদেশকে এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হয় না:শিল্পমন্ত্রী