আখের চাষে আগ্রহ প্রকাশ করছে কৃষকরা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২২ ০২:৫৮:৫০ || পরিবর্তিত: ০৭ ডিসেম্বর, ২০২২ ০২:৫৮:৫০

আখের চাষে আগ্রহ প্রকাশ করছে কৃষকরা

আবুল কালাম আজাদ,

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আখ চাষে আবারও ফিরছেন ঠাকুরগাঁয়ের আখ চাষিরা।সবশেষ কয়েক বছরের তুলনায় এবছর আখ চাষের সম্ভবনা দিগুন হয়েছে।সরকারি সহায়তা পেলেই আখের চাষ বাড়বে বলে আশাবাদি চাষিরা।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২০-২১ মাড়াই মৌসুমে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও সেতাবগঞ্জ তিন মিলের আখ মাড়াই হয় ঠাকুরগাঁও চিনিকল সুগার মিলে। এই মৌসুমে চিনিকলে এক লাখ ১৩ টন আখ মাড়াই হয়। মাড়াই মৌসুমে জেলার ৫০ হাজার টন আখ মাড়াই হয়েছিল চিনিকলে। ২০২১-২২ মাড়াই মৌসুমে পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের ৫৭ হাজার ৮৩৪ টন আখ মাড়াই হয় চিনিকলে। গত বছর ৩৬ হাজার টন আখ উৎপাদন করেছিলেন জেলার আখ চাষিরা।

ঠাকুরগাঁও সুগার মিলস চিনিকল এর মহা-ব্যবস্থাপক জনাব আবু রায়হান বলেন, ৭২৭ হেক্টর নিজস্ব জমি রয়েছে চিনিকলের। এছাড়া বর্তমানে জেলার প্রায় দুই হাজার হেক্টর জমিতে আখ উৎপাদন করছেন তিন হাজার কৃষক। চার হাজার হেক্টর জমিতে আখ চাষ হলেই চিনিকলটির সুদিন ফিরবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুরন ইউনিয়নের আখ চাষি আনারুল ইসলাম জানান, এক বিঘা জমিতে আখ রোপণের সময় প্রায় ৭-৮ হাজার টাকা খরচ হয়। এবং চিনিকলে মাড়াই করার জন্য খরচ হয় ৩০-৩৫ হাজার টাকা। ফলন ভালো হলে প্রায় লাখ টাকার আখ বিক্রি হবে আশা করছি।

ঠাকুরগাঁও সুগার মিলস চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহজাহান কবির বলেন, আখ চাষে লাভবান হওয়া যায় বলে আমরা কৃষকদের বোঝানোর চেষ্টা করছি। আমরা কৃষকদের সার কীটনাশকের জোগান দিয়ে সহযোগিতা করছি। আশা করা যায় আগামীতে আখের চাষ আরও বাড়বে।


প্রজন্মনিউজ২৪/সাঈদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ