প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২২ ০২:৫১:৩০
অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার কাঞ্চননগরে গণবিবাহ অনুষ্ঠিত হয়।একসঙ্গে ১০১ যুগলের বিবাহের আয়োজন করা হয়েছে।এতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্রপাত্রীরা উপস্থিত ছিলেন।
রোববার বর্ধমান শহরের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দির মাঠে এ নিয়ে ৯ বার এভাবে বিশাল আকারে গণবিবাহ উৎসব অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানের উদ্যোক্তা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, অনেকেই আর্থিক কারণে আনুষ্ঠানিকভাবে মেয়ের বিয়ে দিতে পারে না। তাদের কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরে গণবিবাহের আয়োজন করা হচ্ছে।বিয়ের আগে ১০১ জন বরকে নিয়ে বিশেষ শোভাযাত্রা হয়।
বিয়ের অনুষ্ঠানে ছিল বরযাত্রী কনেযাত্রীদের আপ্যায়নের ব্যবস্থা। নবদম্পতিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপহারে ভরিয়ে দেওয়া হয়।
এ ছাড়াও নবদম্পতিরা যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পান তারও ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান এই আয়োজনের উদ্যোক্তারা।
প্রজন্মনিউজ২৪/সাঈদ
শিক্ষার্থী আত্মহত্যায় ১ম অবস্থানে ঢাকা, এগিয়ে নারী শিক্ষার্থীরা
গেল বছর দেশের ৮৮.৬৭ শতাংশ ট্রেন যথাসময়ে ছেড়েছে
বগুড়া পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের উপর হামলা
৩২ তম এশিয়া প্যাসিফিক ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরীতে পবিপ্রবি রোভারের অংশগ্রহণ
আর একজন রোহিঙ্গাও নয়, পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতি পদে লড়াইয়ে আছেন যারা
দুই মাসে শীতজনিত রোগে মৃত্যু ৯৫