১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২২ ০৪:২৩:৪৫

১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে আসা জব্দকৃত নিষিদ্ধ ভারতীয় মদ, বিয়ার, নাসির উদ্দিন বিড়ি, ইয়াবা, তামাক পাতা, গাঁজা ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ-২৮ বিজিবির উদ্যোগে এসব মাদকদ্রব্য ধ্বংসক করা হয়। এসব মাদকদ্রব্যের মূল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

মাদকদ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান (এমপি) ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। 

এসময় আরও সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক রিজিয়ন কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান, উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার (বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মাহবুবুর রহমানসহ সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার, সুনামগঞ্জ সহকারী পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ সহকারী কমিশনার, জেলা শুল্ক কার্যালয়ের পরিচালক উপস্থিত ছিলেন।


প্রজন্মনিউজ২৪/এ কে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ